---

রক্তলাল গোলাপের পাপড়িগুলো
ধারণ করতে গিয়ে আজ বড্ডই ক্লান্ত!
প্রশ্ন থেকে যায়….
কি পেলাম?
কতটুকুই বা হারালাম?
বৈষম্যের বেড়াজালে বন্দী সব- নিজের কাছে আজ নিজেই প্রশ্নের মুখোমুখী
তুমি কে?
আমি কে?
কি আছে তার উত্তর?
তাই যেন খুঁজে ফিরি…