---

রক্তের হোলিখেলায় মেতেছে নরপশুর দল
যেদিকে চোখ মেলে তাকাই দেখি
ধারালো অস্ত্র, বুলেট বারুদ
পাথর নিক্ষেপে মৃত্যুর নগ্ন উল্লাস
এই সেই বাংলাদেশ যার বুকে আজ চিতার আগুন
স্বার্থান্বেসীরা খুনের নেশায় আজ উল্লাস করছে
নদীতে রক্তের স্রোত বাতাসে বারুদের গন্ধ
ঘোর আধারে ঢাকা বিশাল আকাশ।

শোকে মুহ্যমান পুত্রহারা শোকার্ত জননী
মেহেদীর রঙমাখা নববধু
কিশোর ভাইয়ের শোকে ব্যথিত বোন
অসহায় পিতার কাঁধে সন্তানের লাশ
ক্রন্দন আর আর্তনাদ যেন তাদের নিত্যসঙ্গী।

বাঙালি আজ সাম্প্রদায়িকতার ছোবলে
আর ষড়যন্ত্রের বেড়াজালে বন্দি
চারিদিকে শুধু্ই যেন মিথ্যার মহোৎসব
গলাবাজি শোনতে শোনতে তিক্ত বিরক্ত
আর কতোবার ভাসাবে রক্তগঙ্গায়
কতো রক্ত পান করলে মিটবে তৃষ্ণা!