• হোম
  • /
  • /
  • আড়াইহাজারে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

আড়াইহাজারে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

- নিজস্ব প্রতিনিধি

---

আড়াইহাজার উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ পালিত হয়েছে। গত সোমবার (১৪ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাত হোসেনের নেতৃত্বে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলা ১৪৩২ নতুন বছর বরণ ও আনন্দ শুভযাত্রা বের করা হয়। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক সদক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত¡রে এসে শেষ হয়।
এ ছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়েছে। সেখানে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা লোকগান, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে বাংলার লোকজ সংস্কৃতিকে তুলে ধরা হয়।
শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাত হোসেন বলেন, ‘বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও চেতনাকে নতুনভাবে জাগ্রত করে। এই উৎসবের মধ্য দিয়ে আমরা নতুন বছরকে বরণ করি উৎসবমুখর পরিবেশে। সব ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে ঐক্যের বন্ধনে আবদ্ধ হতে হবে।’
এসময় সহকারি কমিশনার (ভ‚মি) নঈদ উদ্দিন, ওসি এনায়েত হোসেন, ইউএইচএফপিও ডা. হাবিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগম, আড়াইহাজার প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ, আলোর পথযাত্রী পাঠাগার এর প্রতিষ্ঠাতা সভাপতি সফুরউদ্দিন প্রভাতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আলোর পথযাত্রী পথযাত্রী পাঠাগারসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানে স্ব স্ব উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রকাশকাল: মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৮:৪৫ পিএম   ▪   হালনাগাদ: মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৮:৪৭ পিএম   ▪   পঠিত: ১৭৬

পাঠকের মতামত



আর্কাইভ