দস্যুর মুখে ধর্মের বাণী
হক মেরে হবে জাহান্নামী।
খুনী-অপরাধীদের সাফ কথা
বিবাদ করে পার পাবে না।
ঘুষখোরেরা এলেমেদ্বীন
সততার লেবাস প্রতিদিন।
মীরজাফররা কথায় কথায়
বিশ্বাসী হও সবসময়।
ধর্মের মুখে নাম ধাম
শুনতে হয় প্রতিক্ষণ।
মণীষীরা আক্ষেপ করে-
প্রতিবাদের ঝড় না তোলে
সমাজটা যাচ্ছে রসাতলে।
পাঠকের মতামত