• হোম
  • /
  • /
  • আড়াইহাজার উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হলেন ভিপি কবির

আড়াইহাজার উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হলেন ভিপি কবির

- নিজস্ব প্রতিনিধি

---

আড়াইহাজার উপজেলা বিএনপির কমিটিতে যুগ্ম সম্পাদক পদে পদায়িত করা হয়েছে সরকারি সফর আলী কলেজের সাবেক ভিপি কবির হোসেনকে। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু কালাম ভূইয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৪ সালের ২৯ জুন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন সফু মৃত্যুবরন করার পর থেকে এ পদটি দীর্ঘদিন যাবত শুণ্য রয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও  নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম আজাদের সুপারিশের প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্ববায়ক অধ্যাপক মামুন মাহমুদ,  যুগ্ম আহ্বায়ক  মুস্তাফিজুর রহমান ভূইয়া দীপু ও মাশুকুল ইসলাম রাজীবের স্বাক্ষকে মঙ্গলবার কবির হোসেনকে আড়াইহাজার উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদে পদায়িত করা হয়। কবির হোসেন এর আগে আড়াইহাজার পৌরসভার যুবদলের আহ্বায়ক ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এর দায়িত্ব পালন করেছিলেন।

বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আজাদ ও দলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে কবির হোসেন বলেন, ছাত্র জীবন থেকে এ পর্যন্ত জাতীয়তাবাদী দল বিএনপির জন্য আন্দোলন সংগ্রাম করে জেল-জুলুমে শিকার হয়েছি। দল আমাকে অনেক সম্মান দিয়েছে। দলের প্রতি আনুগত্য থেকে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য নজরুল ইসলাম আজাদকে ধানের শীষে বিপুল ভোটে বিজয়ীর করতে নিরলসভাবে কাজ করে যাব, ইনশাল্লাহ।’

প্রকাশকাল: শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪ এএম   ▪   হালনাগাদ: শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম   ▪   পঠিত: ৩৩

পাঠকের মতামত



আর্কাইভ