সাহিত্য মেলা

কবি সাহিত্যিক প্রাণের মেলা
সাহিত্য মেলা
প্রাণের সবটুকু উচ্ছাস ছড়িয়ে
লেখক-পাঠকদের পদাচরনায় মুখর
সাতাশ-আটাশ জুলাই সারাদিন
মুক্তিযোদ্ধা এসএম মাজহারুল হক অডিটরিয়াম।

দুইটি বর্ণের একটি শব্দ বই
সুন্দর-আনন্দময় অনুভূতিতে
মনকে আলোড়িত করে তোলে
উদার হওয়ার শিক্ষা দেয় বই
শেখায় ভালো মানুষ হতে
আরও শেখায় ভালবাসতে।

বই মানুষের নিঃস্বার্থ পরম বন্ধু।
এ কথা খন্ডাতে পারেনি কেউ
বই মানুষকে হাসাতে পারে।
আবার কাঁদাতেও পারে।
মণিষীরা বলেন,
“বই জাতি গঠনে সহায়তা করে।
তাই বই পড়ার কোন বিকল্প নেই।”

জ্ঞানের ভান্ডার পরিপূর্ণতায়
আর প্রজন্ম থেকে প্রজন্মের
বই তৈরি করে সেতু বন্ধন।
বইপ্রেমীদের চাহিদা পূরণে
প্রথমবারেরর মত উদযাপিত
আড়াইহাজারে সাহিত্য মেলা
কিশোর-কিশোরী, তরুণ-তরুণী যুবক-যুবতী
সকলের প্রাণবন্ত পদচারণায়
সাহিত্য মেলা আয়োজন পরিপূর্ণতা পাক
এ প্রত্যাশাই যেন সবার।