আড়াইহাজারে সাহিত্য মেলা লেখকদের মিলন মেলায় পরিণত

- সফুরউদ্দিন প্রভাত

---

আড়াইহাজার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে লেখক কর্মশালার মাধ্যমে শুক্রবার বিকেলে শেষ হলো দুই দিন ব্যাপী উপজেলা সাহিত্য মেলা-২০২৩। কর্মশালায় আড়াইহাজারে খ্যাতিমান কবি সাহিত্যিক ছাড়াও রূপগঞ্জ, সোনারগাঁও, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জসহ জেলার প্রায় একশ’ কবি সাহিত্যিক অংশগ্রহণ করেন। সংস্কৃতি মন্ত্রনালয়ের পৃষ্টপোষকতা, জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় এবং বাংলা একাডেমির সমন্বয়ে এ সাহিত্য মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক অডিটরিয়াম এর মেলার উদ্বোধন করে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। ইউএনও ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় অংশ নেন সংস্কৃতি মন্ত্রনালয়ের উপসচিব কাজী নুরুল ইসলাম, সরকারি সফর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ গিয়াস উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জাহান কনক প্রমুখ। দুই দিনব্যাপী মেলায় সাহিত্য ও প্রবন্ধপাঠের আসরসহ মেলা প্রাঙ্গনে ছয়টি স্টলে লেখকদের নিজের লেখা বই ছাড়াও হরেকরকম বই প্রদর্শণ করার হয়। সাহিত্য মেলা

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন, মুক্তমনের চর্চাকে আরও বেশি গণমুখী করাই এ সাহিত্য মেলার লক্ষ্য। এখানে ছাত্র-ছাত্রীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। কারণ তাদের মাঝে এখনই সাহিত্য মেলার ধারণা ছড়িয়ে দেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, এ উপজেলার মানুষ সাহিত্যানুরাগী। তারা প্রাণ খুলে সাহিত্য মেলায় অংশ নিয়ে নিজেদের প্রতিভা নতুন প্রজন্মের সামনে মেলে ধরছেন।

প্রকাশকাল: শুক্রবার, ২৮ জুলাই ২০২৩, ০৪:২৪ পিএম   ▪   হালনাগাদ: শুক্রবার, ২৮ জুলাই ২০২৩, ০৫:২২ পিএম   ▪   পঠিত: ৬৬৮



আর্কাইভ