ঈদ মোবারক ঈদ মোবারক
এলো খুশির ঈদ।
মন আলোকে উদ্ভাসীত
মানবতায় উজ্জীবিত,
গাই যে মোরা গীত।
মন বাগানে গোলাপ নবীর
ফুটলো যাহার সিয়াম সাধনাতে।
সৌরভ ছড়ায় আপন ছন্দে
দ্বীন দুনিয়া দুই জগতে মানবতাতে।
সিয়াম তোমার জ্বলিয়ে দিলো
পুরোনো যতো অপকর্ম পাপাচার।
নতুন হলো পথ চলা প্রভুর বিশ্বাসে,
ফসল তুমি তুলবে ঘরে খোলা রেখ দ্বার।
কেমন করে কাটায় বেলা
দ্বীন দুখি নিত্য অনাহারী।
সিয়াম তোমায় বুঝিয়ে দিলো
ক্ষুধা তৃষ্ণায় সংযমেতে আনি।
সিয়াম শেষে ঈদের খুশি দিলেন যিনি
সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহান তিনি।
এসো এবার তাঁর নির্দেশিত পথে চলি,
দুখি জনের অন্ন দিয়ে কায়েম করি ইসলামেরী বাণী।
রচনা কাল, ২৯ চৈত্র ১৪৩০
১২ এপ্রিল, ২০২৪
ঈদ মোবারক
প্রকাশকাল: শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪, ০৫:৫৯ পিএম ▪ হালনাগাদ: শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪, ০৬:০০ পিএম ▪ পঠিত: ১৮২
পাঠকের মতামত